সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:৪১
-6899e507cdda9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীর চিলাহাটি হাসপাতাল, এলএসডি গোডাউন ও পাঁচ গ্রামের মানুষের একমাত্র সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটুসমান পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। তখন পথচারীরা বাধ্য হয়ে রেললাইনের ওপর দিয়ে চলাফেরা করতেন। কিন্তু রেলস্টেশনের নিরাপত্তার জন্য চারপাশে ওয়াল নির্মাণ করায় এখন এ সড়কই তাদের একমাত্র ভরসা। পানি জমে থাকায় অটো ও ভ্যানচালকরা যানবাহন নষ্ট হওয়ার ভয়ে চলাচল বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে হাঁটুর ওপরে পানি জমে থাকে। যাতায়াতের একমাত্র সড়কে পানি জমে থাকায় রোগীরা হাসপাতালে এসে সেবা নিতে পারছেন না। চিলাহাটি খাদ্যগুদাম থেকে চাল পরিবহনকারী ব্যবসায়ীরাও পড়ছেন সীমাহীন দুর্ভোগে।
এ সড়কটি বসুনীয়া পাড়া, তেলীপাড়া, বকসপাড়া, হাসানপাড়া ও চান্দখানা—এই পাঁচ গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ। প্রতিদিন শিশু শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী-পুরুষ সবাইকে হাঁটু পানি পেরিয়ে চিলাহাটি ও উপজেলা শহরে যেতে হচ্ছে।
কলেজছাত্রী ফাতেমা ও জহুরা বলেন, রাস্তায় হাঁটু পানি জমে থাকায় চার্জার ভ্যান ও অটোচালকরা সড়কে চলাচল করেন না। ফলে ভেজা কাপড় নিয়েই কলেজে যেতে হয়।
অটো ভ্যানচালক মতিয়ার ও ফিলিপ বলেন, এ সড়কে এত পানি জমে যে ভ্যানের মোটর ও ব্যাটারি পানিতে ডুবে যায়। তাই আমরা চলাচল বন্ধ রেখেছি।
ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, সড়কে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদের বৈঠকে দ্রুত সড়কটি মেরামতের জন্য জোরালোভাবে বলা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।
ডোমার উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম বলেন, চিলাহাটি এলএসডি সড়কের জন্য প্রাক্কলন (স্টিমেট) তৈরি করে অনুমোদনের জন্য জেলা অফিসে পাঠানো হয়েছে। এবারে সড়কটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তৈয়ব আলী সরকার/এআরএস