Logo

সারাদেশ

লালমনিরহাটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামির জামিন নামঞ্জুর

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:৫২

লালমনিরহাটে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামির জামিন নামঞ্জুর

ছবি : সংগৃহীত

লালমনিরহাটে সাংবাদিক হেলাল হোসেন কবিরকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি দাদন ব্যবসায়ী সোহরাব হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালতের সিএসআই আব্দুল হাকিম বলেন, আসামির জামিনের বিরোধিতা করে আপত্তি জানানো হয়। সব দিক বিবেচনা করে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন জানান, ৯ আগস্ট রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে মকবুল হোসেন ও তার স্বজনরা ‘সাপ্তাহিক আলোর মনি'র নির্বাহী সম্পাদক কবি হেলাল হোসেন কবিরকে তুলে নিয়ে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার মা আহত হন। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

আদালত রাষ্ট্রপক্ষের আপত্তি গ্রহণ করে সোহরাবকে কারাগারে পাঠান।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর