Logo

সারাদেশ

তিস্তার ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:৫৮

তিস্তার ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙন রোধ, স্থায়ী সমাধান এবং তুহিন বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে খালিশা চাপানি ইউনিয়নের বাইশপুকুর গ্রামে তিস্তার তীরে আয়োজিত কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বলেন, ভাঙনে ইতোমধ্যে হাজার একর ফসলি জমি ও শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে।

ভাঙন এখন তুহিন বাঁধের একেবারে কাছে পৌঁছেছে, যা বাইশপুকুর, ছাতুনামা, কেল্লাপাড়া ও জলঢাকার কয়েকটি গ্রামকে হুমকির মুখে ফেলেছে। বাঁধ ভেঙে গেলে স্কুল, মসজিদ-মন্দিরসহ লক্ষাধিক মানুষের বসতি ঝুঁকির মুখে পড়বে।

ক্ষতিগ্রস্তরা জানান, নদী ভাঙনে সব হারিয়ে এখন বাঁধের ওপর বসবাস করছেন তারা। দ্রুত জিও টিউব ব্যাগ ও পাথর ফেলে ভাঙন ঠেকানো এবং দীর্ঘমেয়াদি নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। পরে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন নদী ভাঙন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর