সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে কেরানীগঞ্জে মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:০২
-6899e9c89a3f3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, দেশের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে অন্য কেউ এমন অপরাধ করার সাহস না পায়। তিনি দোহার-নবাবগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও উল্লেখ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‘আমার দেশ’ পত্রিকার ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি রাকিব হাসান বলেন, সরকারের আমলেও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা ও গুমের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সময়েও পরিস্থিতি বদলায়নি। সারাদেশে সাংবাদিকরা হামলা ও মামলা-জমার শিকার হচ্ছেন। তিনি সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।
অন্যান্য বক্তারা ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান হোসেন, দৈনিক দেশ রূপান্তরের রাজু আহমেদ, কালের কণ্ঠের রিফাত হোসেন, জিটিভির সোহরাওয়ার্দী শ্যামল, এটিএন নিউজের আশিক নূর ও এশিয়ান টিভির টিটু আহমেদ।
এরশাদ হোসেন/এআরএস