Logo

সারাদেশ

ফতুল্লায় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:০৩

ফতুল্লায় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে ফতুল্লা থানার স্থায়ী বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে অভিযোগ করা হয়, ৫ আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিএনপি পরিচয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি শুরু করেন। বক্তারা জানান, ব্যবসা চালাতে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন রিয়াদ। চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় কারখানার শ্রমিকদের ওপরও শারীরিক নির্যাতন চালানো হয়।

এ ছাড়া বক্তারা জানান, রিয়াদ চৌধুরী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদের আসামি করেন। এমনকি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন খুনের ঘটনায়ও ষড়যন্ত্র করে মিথ্যা আসামি করা হয়। এ সব মামলার বিষয়ে বাদীরা জানিয়েছেন, তারা নিজেরা মামলা করেননি, বরং রিয়াদ ও তার সহযোগীরা নাম ব্যবহার করে মামলা করিয়েছে, যার অডিও প্রমাণ রয়েছে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, বর্তমানে ওই ব্যবসায়ীর শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের মুখে, শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। যদিও বিএনপি থেকে রিয়াদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে এবং চাঁদাবাজি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তবুও তার অনুসারীরা এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

মানববন্ধনে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানানো হয়, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ভুক্তভোগীদের দায়মুক্তি নিশ্চিত ও নিরাপদে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর