Logo

সারাদেশ

রংপুরে জামাই-শ্বশুর হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:০৬

রংপুরে জামাই-শ্বশুর হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন রফিকুল ইসলাম, আক্তারুল, এবাদত ও মিজানুর রহমান। তাদের সবাই সয়ার এলাকার বাসিন্দা।

মামলার বরাতে জানা যায়, নিহত রূপলাল রবিদাস ছিলেন জুতা সেলাইকার। তিনি মেয়ে বিয়ের তারিখ ঠিক করতে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকা গিয়েছিলেন।

সেখানে থেকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয়রা রূপলাল ও তার ভাগ্নি জামাই প্রদীপ লালের পথরোধ করে। তাদের কালো ব্যাগ তল্লাশি করে ‘স্পিড ক্যানের’ বোতলে থাকা দুর্গন্ধযুক্ত পানীয় ও ওষুধ পান করে এলাকার কয়েকজন অসুস্থ হন।

এরপর পাঁচ-সাতশ লোক লাঠি-লোহার রড দিয়ে রূপলাল ও প্রদীপ লালকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রূপলালকে মৃত ঘোষণা করেন। প্রদীপ লাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান।

রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। রোববার সন্ধ্যায় নিহতের লাশ মহাসড়কের বেলতলী এলাকায় রেখে এলাকাবাসী বিক্ষোভ করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও ইউএনওর অনুরোধে মিছিল বন্ধ হয়।

ওসি এম এ ফারুক জানান, অভিযানের মাধ্যমে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। নিরীহদের হয়রানির আশঙ্কায় বিশেষ সতর্কতা নেয়া হয়েছে।

সাহানুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার হত্যা / খুন মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর