Logo

সারাদেশ

ফরিদগঞ্জে চাচার ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:১৫

ফরিদগঞ্জে চাচার ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ থেকে উপার্জিত ৫০ হাজার টাকা লেনদেনকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ওমানফেরত যুবক বাবু গাজী (২৩) নিহত হয়েছেন।

একই ঘটনায় তার বাবা রৌশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। হামলার প্রধান অভিযুক্ত চাচা হাসান গাজীকে (৪০) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদেশে থাকা চাচা হাসান গাজী বাবুর কাছ থেকে টাকা পেতেন বলে দাবি করতেন। এ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে হাসান ও তার দুই ছেলে শাকিল ও রাকিব ধারালো অস্ত্র নিয়ে বাবু, রৌশন ও এমরানকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত বাবু ঘটনাস্থলেই মারা যান।

আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রৌশন গাজী সেখানে চিকিৎসাধীন, আর এমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা হাসান গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার দুই ছেলে শাকিল ও রাকিব পালিয়ে গেছে।

চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, একজনকে আটক করা হয়েছে, বাকিরা পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকল জড়িতকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর