Logo

সারাদেশ

করিমগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৩২

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৯:২২

করিমগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৩২

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে কাঁদা ছিটে যাওয়ার ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়ার জানান, শনিবার বিকেলে তাজুল ইসলাম গাবতলী বাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাসুদ মিয়ার মোটরসাইকেলের চাকা থেকে কাঁদা ছিটে তার শরীরে লাগে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং মাসুদ তাকে মারধর করেন।

বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে হামলা-প্রতিহামলা হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র যেমন বল্লম, রামদা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর