Logo

সারাদেশ

ছাত্রদলের সভাপতি প্রত্যাহারের দাবিতে মদনে বিক্ষোভ মিছিল

Icon

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২০:১৭

ছাত্রদলের সভাপতি প্রত্যাহারের দাবিতে মদনে বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত

নেত্রকোণার মদনে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে অবাঞ্চিত ঘোষণা করে পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।  

সোমবার (১১ই আগস্ট) দুপুরে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন পদ বঞ্চিতদরে একাংশ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজ শাখার কর্মীরা আকাশ, জাপান, সামি, হালিম, জনি, রকি, আশরিফ, সাকিব, সাকিল, তামিম, জোনাইদ, আকিব ও মোস্তাকিম।

তারা অভিযোগ করেন, ছাত্রদল কলেজ শাখার কমিটিতে আওয়ামী পরিবারের একজন সদস্যকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে, যা তারা মেনে নিচ্ছেন না। তাই দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করার জন্য জেলা ছাত্রদলকে অনুরোধ জানিয়েছেন তারা।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান জানান, মিঠু ছাত্রদলের কর্মী হলেও আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় কলেজের অন্যান্য ছাত্রদল কর্মীরা তাকে সভাপতি হিসেবে গ্রহণ করেননি। এজন্য ওই পদ স্থগিতের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছে।

  • নিজাম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর