Logo

সারাদেশ

শেবাচিম হাসপাতালের দ্রুত উন্নয়ন ও আধুনিকায়নের ঘোষণা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২১:০৩

শেবাচিম হাসপাতালের দ্রুত উন্নয়ন ও আধুনিকায়নের ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিত্র দ্রুত বদলাবে এবং সেবার মান বাড়বে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ.কে.এম মশিউল মুনীর।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

পরিচালকের বরাতে জানা যায়, বরিশালসহ আশেপাশের জেলা থেকে আসা রোগীদের সেবা উন্নয়নে ইতোমধ্যে সমস্যা শনাক্ত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলো মূল ভবনে স্থানান্তর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বৃক্ষরোপণ ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। অস্থায়ী দোকান উচ্ছেদ, দালাল চক্রের বিরুদ্ধে অভিযান ও এ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেবাচিমের প্যাথলজি বিভাগে পরীক্ষার যন্ত্রপাতি আধুনিক করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই নতুন যন্ত্রপাতি পাওয়া যাবে। এছাড়া রোগীর আগত অতিথিদের জন্য বিশুদ্ধ পানীয় পানি সরবরাহ চালু এবং পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত।

পরিচালক আরও বলেন, ‘এক থেকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে হাসপাতালের উন্নয়ন ও পরিবর্তন চোখে পড়ার মতো হবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর