পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২১:২৯
-689a0c6c56d49.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ই শিক্ষার মূল ভিত্তি’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, নির্মল চন্দ্র শীল, অদিতি বিশ্বাস ও সহকারী ইন্সট্রাক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আসফিয়া।
বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব ও ভূমিকা নিয়ে উচ্ছ্বাসভরে যুক্তি উপস্থাপন করে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ই শিক্ষার মূল ভিত্তি’ এর পক্ষে থাকা দল বিজয়ী হয়। শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এআরএস