Logo

সারাদেশ

মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২১:৩২

মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

ছবি : বাংলাদেশের খবর

মাগুরায় চুরির অভিযোগে সজল মোল্লা (যুবক)কে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) বিকেলে আলাইপুর গ্রামের স্কুল মাঠে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, সজল এলাকায় দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিল। একইদিন সকালে আলাইপুর গ্রামের আলতাফ হোসেনের বাড়ি থেকে সাত হাজার টাকা চুরি হয়। সন্ধ্যায় তাকে আটক করে মারধর করা হয়।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আলী বলেন, মারধরের পর তার অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তাছিন জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর