Logo

সারাদেশ

গাজীপুরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:০৫

গাজীপুরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী আটক

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে  মশাল মিছিলের প্রস্তুতির সময় ককটেল, পেট্রোল ও নাশকতার বিভিন্ন সামগ্রীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৪ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গুলিস্তান মোড় থেকে তাদের আটক করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত চারজনের মধ্যে  দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, গাজীপুরের রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার এলাকার ইলিয়াস মিয়ার ছেলে সাহাদাত হোসেন(২৫)। তিনি রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক।

আটককৃত অন্যজন হলেন, একই উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে সাইজুদ্দিন পারভেজ(৪৫)। তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক মনি বলেন, ওই গ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পদের ১০-১৫ জন মশাল মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। তারা মিছিলের প্রস্তুতির শুরুতেই তাদের আটক করে ফেলেন। তাদের কাছ থেকে ককটেল, মশাল তৈরির কাঁচামাল, ককটেল তৈরির কাঁচামাল ও পেট্রোল উদ্ধার করেন। পরে আটককৃতদের পুলিশের কাছে তুলে দেন তারা।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

  • এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর