অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান, অর্থদণ্ড

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:১১
---2025-08-12T100324-689abee3a98dd.jpg)
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও গাজীপুরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এ অভিযানে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি জরিমানা ও বকেয়া আদায় করা হয়েছে।
তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ আগস্ট (রোববার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক দল অভিযান পরিচালনা করে। ফতুল্লায় মেসার্স বন্ধন স্টিল ওয়ার্কসের একটি রোলিং মিলে এবং হাবিবা বেকারিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করে উৎসমুখে কিলিং করা হয়। এ ছাড়া, স্থানীয়দের বাধায় একটি ৩ ইঞ্চি অবৈধ বিতরণ লাইন কিলিং না করেই অভিযান দল সরে আসে। ওইদিন ফতুল্লার উত্তর ভূইগড়ে আবাসিক পর্যায়ের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রূপগঞ্জে ৩ দশমিক ৫ কিলোমিটার এলাকায় ২২০ বাড়ির মধ্যে ১৬৫টির চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের ২৩০ ফুট লোহা পাইপ ও ৫০০ ফুট প্লাস্টিক পাইপ জব্দ করা হয়। একই দিনে নারায়ণগঞ্জের আঞ্চলিক রাজস্ব বিভাগের অভিযানে চারটি আবাসিক সংযোগ বিচ্ছিন্নসহ এক শিল্প গ্রাহকের কাছ থেকে ২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৫৬০ টাকা বকেয়া আদায় করা হয়।
আড়াইহাজারে সুমি ট্রেডার্স অ্যান্ড ডাইং কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয় বাইপাস লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহারের কারণে। আরও দুটি কারখানাকে নকশাবহির্ভূত পয়েন্ট সরানোর নির্দেশ দেওয়া হয় এবং একটির পয়েন্ট তাৎক্ষণিক কিল করা হয়।
গাজীপুরের জয়দেবপুর এলাকায় মেসার্স ভারগো টোবাকো ও হাতিয়াব এলাকার শিল্প ও আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখানে প্রায় ১ হাজার ২০০ ফুট বিতরণ লাইন এবং ১৫০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাস জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ২৯৬টি শিল্প, ৩২২টি বাণিজ্যিক ও ৬৩ হাজার ৫১টি আবাসিক-মোট ৬৩ হাজার ৬৬৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সময়ে ১ লাখ ২০ হাজার ৬১৪টি বার্নার অপসারণ এবং ২৩৯ কিলোমিটার পাইপলাইন সরানো হয়েছে।
- এমআই