আলফাডাঙ্গার ওসির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক পোস্ট, স্থানীয়দের নিন্দা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:০৪
---2025-08-12T105105-689ad0ff586ff.jpg)
ছবি : সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ।
রোববার (১০ আগস্ট) রাতে এ পোস্ট করা হয়।
আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলমের কঠোর সমালোচনা করে ওই পোস্টে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা তার হয়রানির শিকার। বিনা অপরাধে গ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে চালান, মামলা না দিলে মুক্তির নামে মোটা অঙ্কের টাকা-এই হচ্ছে ওসি শাহজালালের মূল কাজ! এছাড়াও ফেসবুক পোস্টে ওসি শাহজালাল আলমকে জঙ্গি চক্রের দোসর হিসেবেও উল্লেখ করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, ওসি শাহজালাল আলম থানায় যোগদানের পর থেকেই তিনি অপরাধীদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন। কমে গেছে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধমূলক ঘটনা। মাদক ব্যবসায়ীরাও রয়েছেন আতঙ্কে। মাত্র দুই মাসে পুরো থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দালাল মুক্ত হয়েছে থানা চত্বর। অল্প দিনে সুনাম অর্জন করায় হিংসা পরায়ণ হয়ে ফ্যাসিবাদ আওয়ামি লীগ একজন ভালো ওসি'র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান বলেন, আলফাডাঙ্গা থানার ওসির কর্মকাণ্ড অত্যন্ত সন্তোষজনক। আওয়ামী লীগ তার স্বৈরাচারী মনোভাবের অংশ হিসেবেই প্রশাসনকে সবসময় বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। এ কারণেই তারা ওসির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সবসময় মিথ্যা অপপ্রচারে ব্যস্ত। তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। আলফাডাঙ্গা থানার ওসির বিরুদ্ধে আওয়ামী লীগের এমন মিথ্যা প্রচারণা ও গুজবের নিন্দা জানাই।
- এমআই