Logo

সারাদেশ

আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিকের ওপর হামলা, আটক ২

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:৪১

আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিকের ওপর হামলা, আটক ২

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় বেসরকারি টেলিভিশন ৭১’র আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

আটক দুজন নওগাঁ জেলার বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকার মৃত ওয়াহেদের ছেলে মো. ইমন (৩২) ও তার ভাই জাহিদ হাসান (২৬)। বর্তমানে তারা আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকায় বসবাস করছিলেন।

জাহিদুল ইসলাম অনিক বলেন, একটি অনুসন্ধানমূলক কাজ শেষ করে চায়ের দোকানে যাচ্ছিলেন তিনি। সেখানে আগে থেকে মোটরসাইকেলে থাকা দুজন তার পিছু নেয়। বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে আরও চারজনকে একটি প্রাইভেটকারে দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই দেশি অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয় এবং গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমার অনুসন্ধান ছিল ফার্মেসির আড়ালে মাদক বিক্রি নিয়ে। পরে জানতে পেরেছি, হামলাকারীরা ওষুধ কোম্পানির সঙ্গে জড়িত।

আশুলিয়ার ওসি বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাইপাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কয়েকটি দল পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • হাসান ভুঁইয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর