Logo

সারাদেশ

গাজীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:০৭

গাজীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জে ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি—কর্মই জীবন’ প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে যুব র‍্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান, এবং জুলাই যোদ্ধাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। 

এ সময় ১৩ জন প্রশিক্ষিত যুবক ও যুবতীকে সাড়ে ১৪ লাখ টাকার ‘যুব ঋণের চেক’ প্রদান করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের যুব সমাজকে এগিয়ে নিতে হবে, আর এজন্য সরকার নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জুলাই যোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠক, আত্মকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রফিক সরকার/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর