লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, ফের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:২৬

ছবি : বাংলাদেশের খবর
উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। এতে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে মঙ্গলবার দুপুর ১২টায় নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেল ৩টায় সামান্য কমে বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এদিকে সকাল থেকেই সেখানে বিপৎসীমা ছুঁইছুঁই করছে নদীর পানি। পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে দেওয়া হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মঙ্গলবার থেকে আগামী দুই দিন ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
রাহেবুল ইসলাম টিটুল/এএ