Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আটক

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:২৯

ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আটক

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেন্সিডিল ও নগদ অর্থসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) কে আটক করা হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪২ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মধ্যে একজন মাদক ব্যবসায়ী কীভাবে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হতে পারেন, তা নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

আবু সালেহ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর