চাঁপাইনবাবগঞ্জে ৪ কোটি টাকার মাছ চুরির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৪২

ছবি : বাংলাদেশের খবর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মো. আলফাজের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়াকাফ এস্টেটের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা ও চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম রানা জানান, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি করেন এবং এস্টেটের দুজনকে পঙ্গু করে দেন। এই ঘটনার পর ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়। এর পরও আলফাজ আদালতের নির্দেশ অমান্য করে মাছ ধরা অব্যাহত রেখেছেন এবং এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।
তিনি আরও জানান, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। কিন্তু আলফাজ ও তার সহযোগীরা সরঞ্জাম থানায় নেওয়ার পথে হামলা করে সেগুলো ছিনিয়ে নেয়। হামলায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চার মাস পার হলেও এই হামলার বিষয়ে এখনও কোনো মামলা রেকর্ড হয়নি বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আলফাজের বিরুদ্ধে দুর্নীতি, চেক জালিয়াতি ও একাধিক মামলার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযুক্ত আলফাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি কুমিরাদহ বিলটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। কাইয়ুম রেজা চৌধুরীর ভাতিজা ও মেয়ে নানান সময় চাঁদা চেয়ে না পেয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে।’