গোপালগঞ্জে খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৫৫

ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জ’র আয়োজনে জেলা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা এবং বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোকো’র জন্মবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ’র কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল আলম চৌধুরী। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের সদস্যরা উপস্থিত ছিলেন।
পলাশ সিকদার/এএ