Logo

সারাদেশ

কুষ্টিয়ায় বিএনপির কমিটিতে আ.লীগ-জাসদের পুনর্বাসনের অভিযোগ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:০৭

কুষ্টিয়ায় বিএনপির কমিটিতে আ.লীগ-জাসদের পুনর্বাসনের অভিযোগ

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির কমিটি গঠনের সময়ে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীদের দলে প্রবেশ করিয়ে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী এই অভিযোগ করেন।

স্থানীয় তৃণমূল বিএনপি নেতারা জানিয়েছেন, একটি ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর সংখ্যা ছিল ৭২২ জন, যা আপত্তির মুখে ৬১৯ জনে কমিয়ে আনা হয়। অথচ ওই ওয়ার্ডে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র ৯৬ ভোট। তারা অভিযোগ করেছেন, রাতারাতি আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা বিএনপির নেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন এবং তাদের ভোটেই নির্বাচিত হচ্ছে ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক। ফলে দীর্ঘদিন দলের জন্য কাজ করা ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে অনেক এলাকায় বিএনপির নেতা হিসেবে পরিচিতরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং অভিযোগ রয়েছে নির্বাচনে অন্য দলের সমর্থকরা জয়লাভ করেছেন।

ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির কমিটি নির্বাচনের আগেই সভাপতি প্রার্থী সাদ আহমেদ সাদেক পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, ভোটার তালিকায় বিএনপির কাউন্সিলর সংখ্যা বাস্তবতার সঙ্গে মিলছে না এবং দলীয় সংস্কারের নামে আওয়ামী লীগ ও জাসদের লোকজন দলে প্রবেশ করছে।

অন্যদিকে, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগ বা জাসদের কেউ বিএনপির কমিটিতে নেই। কিছু ক্ষেত্রে অতীতের ছবি বা পরিচয়ের কারণে ভুল ধারণা হতে পারে, কিন্তু আমরা তালিকা যাচাই-বাছাই করে ব্যবস্থা নিয়েছি।’

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী বলেন, ‘অভিযোগ শতভাগ সঠিক। আমি প্রতিবাদ করেও পারিনি, জেলা কমিটির কাছে অভিযোগ করেছি, কিন্তু কোনও কার্যকর ব্যবস্থা হয়নি।’

উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি।

আকরামুজজামান আরিফ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর