Logo

সারাদেশ

৪ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৯:২৮

৪ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

ছবি : বাংলাদেশের খবর

প্রায় ৪ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মেসার্স মিঠুন কুমার শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ট্রাকে মোট ১২৬ টন চাল আমদানি করে।

হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর চাল আমদানির এই কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে শ্রমিকদের কর্মপ্রাঙ্গন বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে হিলি বন্দরে চাল আমদানির কার্যক্রম শুরু হয়েছিল, যা ২০২৫ সালের ১৫ এপ্রিল থেকে প্রায় ৪ মাস বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবারো চাল আমদানির কাজ পুনরায় চালু হয়েছে।

মো. লুৎফর রহমান/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর