Logo

সারাদেশ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২১:২৭

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন চললেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তাহীনতা ও ঝুঁকির মুখে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি— ফাঁসির দাবি জানান তারা।

এ সময় মানববন্ধনে আলফাডাঙ্গা উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর