Logo

সারাদেশ

মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২১:৩১

মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলার টগরবন্দ ইউনিয়নের ইকড়াইল খাইরুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণ সহায়তা হিসেবে মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত টগরবন্দ ইউনিয়নের ইকড়াইল, কুমুরতিয়া ও শিকারপুর গ্রামের ২৭টি পরিবারকে ৩০ কেজি করে মোট ৮১০ কেজি চাল দেওয়া হয়।

পরে ইউএনও রাসেল ইকবাল নদী ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, ইকড়াইল খাইরুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন ও স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘প্রাথমিক পর্যায়ে মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তীতে আরও সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নদী ভাঙন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর