মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২১:৩১

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলার টগরবন্দ ইউনিয়নের ইকড়াইল খাইরুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ত্রাণ সহায়তা হিসেবে মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত টগরবন্দ ইউনিয়নের ইকড়াইল, কুমুরতিয়া ও শিকারপুর গ্রামের ২৭টি পরিবারকে ৩০ কেজি করে মোট ৮১০ কেজি চাল দেওয়া হয়।
পরে ইউএনও রাসেল ইকবাল নদী ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, ইকড়াইল খাইরুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন ও স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘প্রাথমিক পর্যায়ে মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তীতে আরও সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।’