Logo

সারাদেশ

সাবেক এমপি রুহুল আমিন মাদানি মারা গেছেন

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪২

সাবেক এমপি রুহুল আমিন মাদানি মারা গেছেন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত আলেম হাফেজ রুহুল আমিন মাদানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার ওই হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

হাফেজ রুহুল আমিন মাদানি ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের নির্বাচনে আবারও একই আসন থেকে সাংসদ হন।

রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয় শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং এলাকায় একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর