নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলে অপহরণ আরাকান আর্মির

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৩:৫৭

কক্সবাজারের টেকনাফে নাফ নদী। ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকার করে ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন- শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২), আলী আহমদের দুই ছেলে মো. ইলিয়াস (৪১) ও আক্কল আলী (২০) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। তাদের সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
শাহপরীরদ্বীপের স্থানীয় সাংবাদিক জসিম মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাসান উদ্দিন বলেন, ইঞ্জিনচালিত নৌকাসহ ফেরার পথে ৫ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে কোস্টগার্ডকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীসংলগ্ন এলাকায় আরাকান আর্মির তৎপরতা বেড়েছে। প্রায়ই তারা গুলিবর্ষণ ও অপহরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইব্রাহীম মাহমুদ/এমবি