Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবার পেল ৫০ লাখ টাকা অনুদান

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৫:৩৯

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবার পেল ৫০ লাখ টাকা অনুদান

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৫০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৫০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এতে নিহত ৯ জনের পরিবারকে ৪৫ লাখ টাকা ও আহত ৫ জনকে ৫ লাখ টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উল আলম ভূঁইয়া, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ, ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল কর্তৃপক্ষ জানায়, সড়ক দুর্ঘটনায় বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এতে নিহত ৯ জনের প্রত্যেক পরিবার ৫ লাখ টাকা ও আহত ৫ জনের পরিবার এক লাখ টাকা করে পেয়েছেন।

বিআরটিএ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে পরিবারের পক্ষ থেকে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে আবেদন করলে ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে অর্থ সহযোগিতা প্রদান করে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর