Logo

সারাদেশ

জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩৪

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৫:৫২

জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩৪

টাঙ্গাইলে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলার বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলার বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শহরের কালিবাড়ি ফুলের দোকানের ওপরে জুয়া ও মাদক সেবনের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী (৫০), কালিবাড়ি এলাকার বিধুণ ভুষণের ছেলে রক্ষিত বিশ্বজিৎ (৫৫), সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু (৫৫), দিঘুলিয়ার জসিম উদ্দিন (৫৭), বাঘিলের গোলাম মাওলা (৪৮), থানাপাড়ার শাহিন আহমেদ (৫০), আবু জাফর খান (৪৪), বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ (৫৫), আকুর টাকুর পাড়ার মঈন খান (৬০), করটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল (৫৮), সাবালুয়ার বিশ্বনাথ ঘোষ (৫৪), একে এম মাসুদ (৫৫), বেতকার শিপন (৫৮), আকুর টাকুর পাড়ার বিএনপি নেতা শফিকুল ইসলাম (৬০), বেপারী পাড়ার এস এম ফরিদ আমিন (৫৫), কবির হোসেন (৫০), আদালত পাড়ার মোশারফ উদ্দিন (৫০), ঘারিন্দা এলাকার হাবিল উদ্দিন (৪০), বেতকার মহব্বত আলী (৫৫), আকুর টাকুর পাড়ার জাহিদ (৪৪), থানা পাড়ার প্রিন্স খান (৬৫), সৈয়দ শামসুদ্দোহা (৪৫), আদালত পাড়ার রফিকুল (৫৫), বিশ্বজিৎ (৪৫), পাড় দিঘুলিয়ার সাদেকুর, কাজিপুরের সেলিম (৪৫), আদালত পাড়ার হাসান আলী (৫০), বিশ্বাস বেতকার রফিক, আদালত পাড়ার শাহ আলম (৫৫), সিরাজুল (৪৫), বিশ্বাস বেতকার আশিকুর রহমান (৪৬), আদি টাঙ্গাইলের শফিক (৫২), বিশ্বাস বেতকার আখতারুজ্জামান (৪৩), আশেকপুর এলাকার আরমান (৪৩) ও ছয়আনি পুকুর পাড় এলাকার শামসুল হক (৫৬)।

টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান ও যৌথবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও জুয়া সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রেজাউল করিম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর