Logo

সারাদেশ

ঝিনাইদহে সীমান্তে ২ কোটি ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:০৯

ঝিনাইদহে সীমান্তে ২ কোটি ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

ঝিনাইদহে সীমান্তে ২ কোটি ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে বিজিবি। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে স্বর্ণ নিয়ে ভারত যাওয়ার সময় চ্যালেঞ্জ করে। এ সময় সেই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য দুই কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা। স্বর্ণগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর