গাজীপুরে পোশাক শ্রমিকদের ওপর পুলিশের হামলা, আহত ৩০
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:৩০
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের দুটি পোশাক কারখানার শ্রমিকদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ হামলায় সিপিবির সম্পাদক ও শ্রমিকনেতা কাজী রুহুল আমিনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, গাজীপুরের স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ানস গার্মেন্টসের শ্রমিকেরা দীর্ঘদিনের বকেয়া পরিশোধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে স্মারকলিপি দিতে যাত্রা শুরু করলে পুলিশ শান্তিপূর্ণ মিছিলে বর্বরভাবে হামলা চালায়।

দলটির দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় কাজী রুহুল আমিন ছাড়াও গাজীপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, প্রচার সম্পাদক রমজান আলী, জেলা কমিটির সদস্য জাকির শরীফ এবং শ্রমিক সুফিয়া বেগম, সালমা আক্তার, আমির হোসেন, ফজলুল হক, জুয়েল গাজী, ফরহাদ হোসেন, রুবেল মিয়া, আলমগীর হোসেন, জহুরুল ইসলাম, শামীম মিয়া, ইসমাইল হোসেনসহ অন্তত ৩০ জন গুরুতর আহত হন।
বিবৃতিতে নেতারা বলেন, চুক্তিভঙ্গকারী মালিকদের গ্রেপ্তার করে শ্রমিকদের পাওনা দেওয়ার কথা থাকলেও উল্টো তাদের ওপরই হামলা চালিয়েছে রাষ্ট্র।’
তারা অবিলম্বে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
উল্লেখ্য, গাজীপুরের স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ানস গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া মজুরি ও পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে।
শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন ও ওভারটাইম ভাতা আটকে রেখেছে কর্তৃপক্ষ। এ ছাড়া কিছু শ্রমিক চাকরিচ্যুত হলেও আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়নি। গত কয়েক সপ্তাহে একাধিকবার শ্রমিকেরা গাজীপুর ও আশপাশের সড়কে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মালিকপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও নির্ধারিত সময় পার হয়ে যায়। শ্রমিক সংগঠনগুলোর দাবি, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
- এমএএস/এমআই

