Logo

সারাদেশ

ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহার না করলে কিশোরগঞ্জে অবাঞ্ছিতে আল্টিমেটাম

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:৫৯

ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহার না করলে কিশোরগঞ্জে অবাঞ্ছিতে আল্টিমেটাম

‘জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের’ নিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ মন্তব্য এবং সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় জেলা পাবলিক লাইব্রেরিতে বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানান তারা। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া।

তিনি বলেন, ‘ফজলুর রহমান আমাদের অভ্যুত্থানকে অস্বীকার করে আমাদের সন্ত্রাসী বলার চেষ্টা করছেন। এটি আমাদের শঙ্কিত করছে। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে দাবি জানাচ্ছি যেন তিনি ফজলুর রহমানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। অন্যথায় যদি ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা ঘটে, তার দায় বিএনপিকেই নিতে হবে।’

রাতুল নাহিদ ভূঁইয়া আরও বলেন, উনি একজন মুক্তিযোদ্ধা হওয়ায় আমি পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছি। তবে ২৪ ঘণ্টার মধ্যে তিনি বক্তব্য প্রত্যাহার না করলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তখন ছাত্রজনতা যেকোনো কর্মসূচি নিতে বাধ্য হবে।

সারজিস আলমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে উদ্দেশ্যমূলক হয়রানি হিসেবে উল্লেখ করে রাতুল নাহিদ ভূঁইয়া বলেন, আমরা আশঙ্কা করছি, ন্যারেটিভ তৈরি করে আমাদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্রজনতা সব সময় প্রস্তুত আছি। কেউ যেন মনে না করে আমরা ঘরে ফিরে গেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্যসচিব মো. ফয়সাল প্রিন্স, ওয়ারিয়র্স অফ জুলাই’র মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্যসচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, সদর উপজেলা শাখার যুগ্ম মুখ্য সংগঠক তামিম ইকবাল, সদস্য মিয়াদ, ইটনা উপজেলা শাখার সদস্যসচিব দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া, সরকারি মহিলা কলেজের সদস্যসচিব নুহা, সদস্য রওজা, মাইশা প্রমুখ। 

আব্দুর রউফ ভুঁইয়া/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর