Logo

সারাদেশ

রংপুরে তিস্তা বাঁধে ধস, শঙ্কায় হাজারো মানুষ

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৮:৩৯

রংপুরে তিস্তা বাঁধে ধস, শঙ্কায় হাজারো মানুষ

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তার দ্বিতীয় সংযোগ সেতুর পশ্চিম পাশের প্রায় ৯০০ মিটার বাঁধের মধ্যে ৬০ মিটার অংশ ধসে ৭০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। এতে লালমনিরহাট–রংপুর আঞ্চলিক সড়কসহ আশপাশের পাঁচ গ্রামের হাজারো মানুষ ভাঙনঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দুই দফা বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও কর্তৃপক্ষ মেরামত করেনি। এবারে পানি আসতেই ব্লক ধসে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে, যা সেতু ও সড়কের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, বাঁধ ভেঙে গেলে লালমনিরহাট–রংপুর সড়ক সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম জানান, তিন মাস আগে বাঁধটি পরিদর্শন করা হয়েছে, সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।

সাহানুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নদী ভাঙন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর