Logo

সারাদেশ

৬৭ কোটি টাকা ঋণ খেলাপি : ব্যবসায়ী পরিমলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৮:৪৪

৬৭ কোটি টাকা ঋণ খেলাপি : ব্যবসায়ী পরিমলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ। ছবি : সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসি বগুড়া শাখা থেকে নেওয়া ঋণের ৬৬ কোটি ৮৯ লাখ টাকা সুদাসলে খেলাপি হওয়ায় শহরের রাজা বাজারের ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, তার দুই ভাই ও মায়ের বিরুদ্ধে অর্থঋণ আদালতে ডিক্রি জারির মামলা হয়েছে। আদালত দেনাদারদের আগামী ১৭ আগস্ট হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন- পরিমল প্রসাদের দুই ভাই প্রদীপ কুমার প্রসাদ ও পরিতোষ প্রসাদ এবং তাদের মা দেওন্তী রাণী প্রসাদ। প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার প্রবীর কুমার সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, রাজা বাজারের ব্যবসায়ী শিব শংকর প্রসাদ তার মালিকানাধীন 'আর বি স্পেশালাইজড কোল্ড স্টোরেজ'–এর জন্য প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। শিব শংকর প্রসাদের মৃত্যুর পর তার উত্তরাধিকারী ও জামিনদার হিসেবে পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যাংকের পাওনা আদায়ের জন্য মামলা করা হয়।

পূর্বের মামলায় ব্যাংকের পক্ষে ডিক্রি জারির রায় দেওয়া হয়েছিল। কিন্তু দেনাদারেরা সেই টাকা পরিশোধ না করায় ব্যাংক এবার ডিক্রি জারির মামলা করেছে।

বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, এটি ২০১৮ সালের মামলা। ২০২৫সালের জানুয়ারি মাসের ১৪ তারিখে রায় হয়েছে। আগামী ১৭ আগস্ট আদালত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ বলেন, ‘এই ঋণ আমার বাবার। বাবার মৃত্যুর পর এটি আমাদের পরিবারের ওপর বর্তেছে। এ বিষয়ে ব্যাংকের সঙ্গে কথা হয়েছে। আমি পৈতৃক সূত্রে ছেলে হিসেবে এই ঋণ পরিশোধ করব। ধাপে ধাপে এই ঋণ পরিশোধের জন্য আমি ব্যাংকের কাছে সময় চেয়েছি।’

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর