Logo

সারাদেশ

কুষ্টিয়ায় সাংবাদিক ফিরোজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৩৩

কুষ্টিয়ায় সাংবাদিক ফিরোজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহাম্মেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী মিলন হোসেন ও তার সহযোগিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ফিরোজ আহাম্মেদ ১১ আগস্ট ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। এসময় মিলন হোসেনের নেতৃত্বে ৫-৬ জন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।

স্থানীয় জনগণ ও পরিবারের সহযোগিতায় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে ঈগল চত্বরের মানববন্ধনে মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও সাংবাদিক নেতারা। এতে শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী ও আদিবাসী জনগোষ্ঠী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আকারামুজ্জামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর