Logo

সারাদেশ

পাবনায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৩৫

পাবনায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা

ছবি : বাংলাদেশের খবর

পাবনায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যার বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা আয়োজন করেছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। বক্তব্য রাখেন বেলা নেটওয়ার্ক সদস্য ও দৈনিক সিনসা পত্রিকার সহকারী সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলম, নদী গবেষক ড. মনছুর আলম, ব্র্যাক পাবনা অঞ্চলের টিম লিডার মো. সোহরাব হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক (অব.) আইয়ুব হোসেন খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলামিস্ট সাংবাদিক শফিক আল কামাল।

সভায় প্রজেক্টরের মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্য ও পরিবেশে এর বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন তথ্য ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নুসরাত জাহান তাজ, মুশফিরাত তাসনিম, হুমায়রা তাবাসসুম ও নিয়তি ইসলাম।

বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অনিয়ন্ত্রিত বর্জ্য জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, দূষিত জলপথ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এই অবস্থা চলতে থাকলে পরিবেশের ভারসাম্য বিপন্ন হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর