পাবনায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৩৫
-689ca2bb4c955.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পাবনায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যার বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা আয়োজন করেছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। বক্তব্য রাখেন বেলা নেটওয়ার্ক সদস্য ও দৈনিক সিনসা পত্রিকার সহকারী সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলম, নদী গবেষক ড. মনছুর আলম, ব্র্যাক পাবনা অঞ্চলের টিম লিডার মো. সোহরাব হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক (অব.) আইয়ুব হোসেন খান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলামিস্ট সাংবাদিক শফিক আল কামাল।
সভায় প্রজেক্টরের মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্য ও পরিবেশে এর বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন তথ্য ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন নুসরাত জাহান তাজ, মুশফিরাত তাসনিম, হুমায়রা তাবাসসুম ও নিয়তি ইসলাম।
বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের অনিয়ন্ত্রিত বর্জ্য জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, দূষিত জলপথ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এই অবস্থা চলতে থাকলে পরিবেশের ভারসাম্য বিপন্ন হবে।
এআরএস