Logo

সারাদেশ

সারজিস আলমের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুশিয়ার এনসিপির

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৪০

সারজিস আলমের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুশিয়ার এনসিপির

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বলেছেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতা দায়ের করা হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে দেশের প্রতিটি এলাকা থেকে আন্দোলন শুরু করা হবে।

বুধবার (১৩ জুলাই) ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে এনসিপির ধামরাই উপজেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বিএনপি নেতা ফজলুর রহমানের জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যেরও নিন্দা জানান।

মুকুল আরও বলেন, যারা দীর্ঘ ১৭ বছরে তাদের নেতার বাড়ির সামনে থেকে বালির ট্রাক সরানোর ক্ষমতা রাখেননি, তারা আজ নাহিদ ইসলামের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কারের স্বপ্ন দেখছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, ধামরাই উপজেলার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম, যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল হোসেন ও উপজেলা কমিটির সদস্য অধ্যাপক সামিউর রহমান প্রমুখ।

মনোয়ার হোসেন রুবেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর