বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে : বরিশালে স্বাস্থ্যর ডিজি

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৪৭
-689ca56987c2f.jpg)
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল গেটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো আবু জাফর। ছবি : বাংলাদেশের খবর
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, ‘যদি কোনো আন্দোলন বিশৃঙ্খলা সৃষ্টি করে জনভোগান্তি তৈরি করে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’
বুধবার (১৩ আগস্ট) শের-ই-বাংলা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে সতর্ক করে বলেন, স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবির বাস্তবায়ন রাতারাতি সম্ভব নয়। আন্দোলনকারীরা কমিশনের সুপারিশ পড়ে দেখেননি। গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, স্কুলের শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনে নামানো হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. শেখ ছায়েদুল হকসহ বরিশালের স্বাস্থ্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এদিকে, হাসপাতালের গেটে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে মহাপরিচালক চেষ্টা করেন তাদের অনশন ভাঙাতে, কিন্তু তারা স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিতি ছাড়া অনশন ভাঙতে অস্বীকার করেন। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, স্বাস্থ্য খাত সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চলমান ব্লকেড কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ দিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ দেশের সকল হাসপাতালে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য ছাত্র-জনতার আন্দোলন চলছে।
এআরএস