Logo

সারাদেশ

শাহরাস্তিতে মাদরাসার শ্রেণিকক্ষে অশালীন ভিডিও, ৪ শিক্ষার্থী বহিষ্কার

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৫০

শাহরাস্তিতে মাদরাসার শ্রেণিকক্ষে অশালীন ভিডিও, ৪ শিক্ষার্থী বহিষ্কার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা আলিম দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে অনৈতিক ও অসদাচরণের কারণে বহিষ্কার করেছে।

মাদরাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম জানান, সম্প্রতি শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থী কনডমের প্যাকেট প্রদর্শন করে এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

ঘটনার পর মাদরাসার গভর্নিং বডি ও অতিরিক্ত জেলা প্রশাসকের অনুমতিতে নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবকদের উপস্থিতিতে ১১ আগস্ট জরুরি সভা হয়।

সভায় সর্বসম্মতভাবে চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন- আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন এবং এক ছাত্রী।

মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন মোল্লা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রয়োজনে আরও তদন্ত করা হবে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর