কিশোরগঞ্জে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৫৪
-689ca7171258b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জে বায়ু দূষণ রোধে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলার তিনটি নিয়ম বহির্ভূত ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মমিন ভূঁইয়া।
অভিযানে নিকলী উপজেলার বনমালীপুর এলাকার মেসার্স সামিয়া ব্রিকস, পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকার মেসার্স সোনালী ব্রিকস ও মেসার্স আশরাফ ব্রিকসের ইটভাটার চিমনী ও কিলন ভেঙ্গে কার্যক্রম বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করে।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা প্রসিকিউশন প্রদান করেন। অভিযান চলাকালে সেনাবাহিনী ও পুলিশের চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপ-পরিচালক মমিন ভূঁইয়া জানান, বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আব্দুর রউফ ভূঁইয়া/এআরএস