Logo

সারাদেশ

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর দায় স্বীকার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:৫৮

কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর দায় স্বীকার

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় গৃহবধূ উর্মি খাতুন (৩০) হত্যার ঘটনায় তার স্বামী আবু বক্কর সিদ্দিক রানা (৩৫) দোষ স্বীকার করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত আড়াইটার দিকে কুষ্টিয়ার মজমপুর গেট এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প ও কুষ্টিয়া মডেল থানার যৌথ অভিযানিক দল।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্বীকার করেছেন, স্ত্রীর পরকীয়ার সন্দেহে তিনি ক্ষিপ্ত ছিলেন।

বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রানা উর্মিকে মারধর করে গলাটিপে হত্যা করেন। পরে তিনি বাসায় তালা লাগিয়ে পালিয়ে যান।

উর্মির মরদেহ শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে হাউজিং এফ ব্লকের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মণ্ডলের মেয়ে।

পরিবারের বরাতে জানা গেছে, রানা মাদকাসক্ত ছিলেন এবং বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

আকরামুজজামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর