নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:০২
-689ca90909525.jpg)
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে বুধবার (১৩ আগস্ট) সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
দুপুর আড়াইটায় তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে রাজধানীর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফেরত প্রেরণের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনিসুল হককে চার দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট নারায়ণগঞ্জে আনা হয়।
এআরএস