পটিয়ায় একদিনে দুই মাদক ব্যবসায়ী ও দুই পলাতক আসামি গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:০৫
-689ca9b635e98.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ একদিনে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত থেকে বুধবার (১৩ আগস্ট) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘মাদক ও পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও মানুষের জীবন-মাল রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত।’
ইমরান হোসেন মুন্না/এআরএস