Logo

সারাদেশ

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপর, চরাঞ্চলে বন্যার সতর্কতা

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:১০

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপর, চরাঞ্চলে বন্যার সতর্কতা

ছবি : বাংলাদেশের খবর

ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ডিমলা ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২.১৫ সেন্টিমিটার।

ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৬টায় পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলে তা কমে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে আরও পানি কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই, খগাখাড়বাড়ী, টেপাখড়িবাড়ী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ী ও জলঢাকার বিস্তীর্ণ এলাকার ৭-৮ হাজার পরিবারে বন্যার পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। অনেক নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমি, বীজতলা ও পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণে পাউবো দক্ষতার সঙ্গে কাজ করছে। বন্যা নিয়ন্ত্রণে ব্যারাজে ৪৪টি জল কপাট (গেট) খোলা হয়েছে।

তৈয়ব আলী সরকার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নদী ভাঙন জনদুর্ভোগ বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর