বান্দরবানে হাইকোর্টের নির্দেশে দুই অবৈধ ইটভাটা ধ্বংস

লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:১৪
-689cabe29dd07.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মহামান্য হাইকোর্টের নির্দেশনায় বান্দরবানের লামা উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বুধবার (১৩ আগস্ট) ফাইতং এলাকায় ৬টির মধ্যে দুইটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে।
গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো এলাহি ব্রিকস ম্যানুঃ এবং সেভেন ব্রিকস ম্যানুঃ। বাকি চারটি ইটভাটাও ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, লামা থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, ‘পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর ধ্বংসকৃত ইটভাটার এলাকায় গাছের চারা রোপণ করেছে।
বেলাল/এআরএস