মাগুরায় বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচনে সংঘর্ষ, আহত ৫

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:২৭
-689caed9bdc75.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মাগুরায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, বোয়ালখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন খনন কাজী ও আলাল বিশ্বাস। খনন কাজী পরাজিত হলে জয়ী আলাল বিশ্বাসের সমর্থকদের বিভিন্ন সময় হুমকি ও মারধর করেন।
মঙ্গলবার রাতে রুবেলের দোকানের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ফারুক মোল্লা (৪০), বদরুল মোল্লা (৪১), তরিকুল ইসলাম (৩৮), হাসান মোল্লা (২৮) ও মারুফ মোল্লা (৩০) আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাছিন জামান/এআরএস