আলফাডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৩০
-689caf89ab87d.jpg)
ছবি : সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বাঁকাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাম রাব্বানী ওই এলাকার মৃত হেমায়েত মিয়ার ছেলে এবং আলফাডাঙ্গা পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম জানান, বৃহস্পতিবার তাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
রাকিবুল/এআরএস