Logo

সারাদেশ

বিএনপির ওয়ার্ড কমিটিতে সহসভাপতির পদ পেলেন মৃত ব্যক্তি

Icon

কুষ্টিয়া ও কুমারখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৩৫

বিএনপির ওয়ার্ড কমিটিতে সহসভাপতির পদ পেলেন মৃত ব্যক্তি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটিতে সহসভাপতি পদে এক মৃত ব্যক্তিকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দলের ত্যাগী নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, সভাপতির স্বজনপ্রীতি ও এলাকা ভিত্তিক স্বার্থের কারণে প্রকৃত কর্মীদের বাদ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ৭ আগস্ট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই অনুমোদিত ৫১ সদস্যের কমিটিতে শহিদ মিয়া সভাপতি ও মোশারফ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে থাকলেও ৪ নম্বর সহসভাপতি হিসেবে মো. সাহিদ নামে এক ব্যক্তিকে রাখা হয়েছে, যিনি প্রায় এক বছর আগে মৃত্যুবরণ করেছেন।

মৃত ব্যক্তির ভাই ও সাংগঠনিক সম্পাদক মো. ফজলু বলেন, ‘আমার ভাই অনেক আগে মারা গেছেন। হয়তো ভুলবশত নামটি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।’

অন্যদিকে পদবঞ্চিত নেতা আব্দুর রাজ্জাক রাজা অভিযোগ করেছেন, ‘স্বজনপ্রীতি ও এলাকা ভিত্তিক স্বার্থের কারণে প্রকৃত কর্মীরা বাদ পড়েছেন।’

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ মিয়া ও সাধারণ সম্পাদক রেজাউল হক এই বিষয়টি অজানা দাবি করেছেন। উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বলেন, ‘কমিটি গঠনের সময় উপস্থিত থাকলেও মৃত কেউ থাকলে অনুমোদন দিতাম না।’

স্থানীয় বিএনপির মধ্যে কমিটি গঠন নিয়ে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে। ত্যাগী নেতারা বলছেন, দলকে শক্তিশালী করতে স্বজনপ্রীতি বাদ দিয়ে প্রকৃত কর্মীদের মূল্যায়ন করতে হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর