Logo

সারাদেশ

ঝিনাইদহে বাস উল্টে পুকুরে, ১০ যাত্রী আহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৪১

ঝিনাইদহে বাস উল্টে পুকুরে, ১০ যাত্রী আহত

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।

বুরহান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর