কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৪৪

ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল থেকে পড়ে মোছাম্মৎ হোছনা বেগম (৩৫) নামক এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।
নিহত রাউৎগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট) সকালে স্বামীর মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন হোছনা বেগম। রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় মোটরসাইকেলের চাকায় ওড়না পেছিয়ে পড়ে তিনি গুরুতর আহত হন।
প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান।
বুধবার (১৩ আগস্ট) বেলা ২টায় জানাজা শেষে পারিবারিক গোনস্থানে দাফন সম্পন্ন হয়।
কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা বিস্তারিত জানানো হয়নি।
এআরএস